এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৮ জুলাই ২০১৯

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জি এম কাদের বলেন, ‘এখন পর্যন্ত উনি ঘুমিয়ে আছেন। স্বাভাবিকভাবে চিকিৎসকরা ওষুধ দিয়ে ঘুমিয়ে রাখার ব্যবস্থা নিয়েছেন।’

তিনি বলেন, ‘আগে ভেন্টিলেশন মেশিনের মাধ্যমে উনার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হচ্ছিল, এখনো সেটাই চালু রাখা হয়েছে। কিন্তু অক্সিজেনের মাত্রা উনি যেভাবে গ্রহণ করছেন, সেটাতে চিকিৎসকদের ধারণা উনার ফুসফুসের কার্যকারিতা কিছুটা হলেও উন্নতি করেছে।’

কাদের বলেন, ‘অক্সিজেন ভালো নিতে পারছেন এবং অল্প কষ্টেই অনেক বেশি অক্সিজেন নিতে পারছেন। ওনাকে শিরার মাধ্যমে তরল খাবার দেয়া হচ্ছে। তারপরও ওনার খাবার হজমে সমস্যা হচেছ বলে মনে করছেন চিকিৎসকরা।’

এ সময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

এইউএ/এসআর/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।