নির্বাচিত মেয়রদের সরিয়ে অনির্বাচিতদের দিয়ে সিটি চালাচ্ছে সরকার


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

নির্বাচিত মেয়রদের সরিয়ে অনির্বাচিত মেয়রদের দিয়ে সিটি কর্পোরেশন চালাচ্ছে সরকার এমন মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের একটি আদালতে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে দায়েরকৃত একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন- এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতান্ত্রিক মূল্যবোধ তারা বোঝে না। এমনকি নির্বাচনের আচরণবিধির একটিও তারা মানে না। যে সকল জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছিলো, সেই সকল নির্বাচিত মেয়রদের তারা সরিয়ে দিয়ে অনির্বাচিত মেয়রদের দিয়ে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে।

তিনি আরো বলেন, এতে বোঝা যায় সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না, নির্বাচনের ফলাফলকে ভয় পায়, এজন্য তারা সুষ্ঠ নির্বাচন দেয় না। এসময় তিনি আরো বলেন, এ সরকার জবরদস্তির সরকার। এ সরকারের কোন বৈধতা নেই। এ সরকার বিনামূল্যে সার-কীটনাশক ও ঘরে ঘরে চাকুরি দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না। তারা জনগণের কোন রায় কিংবা মতামত নিচ্ছে না, তাদের ইচ্ছে মতো কাজ করছে।

হান্নান শাহ বলেন, তারই ধারাবাহিকতায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে দেশের মানুষের ক্ষতি করছে। সারা বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমে অর্ধেক হচ্ছে, তখন আমাদের দেশে তার মূল্য ২৪-৬০শতাংশ বাড়ানো হচ্ছে। তারা জনগণের পরোয়া না করে তাদের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে।

আমিনুল ইসলাম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।