গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ পিএম, ০২ জুলাই ২০১৯

মহাজোট সরকারের আমলে সাতবার গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গ্যাসের মূল্যবৃদ্ধি এবং ৭ জুলাই অর্ধ দিবস হরতাল প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সেলিম বলেন, ‘সরকার এখন জনবিচ্ছিন্ন। উন্নয়নের দোহাই দিয়ে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। সরকারকে জবাবদিহিতা করতে হচ্ছে না বলেই জনগণের স্বার্থ গুরুত্ব পাচ্ছে না। নইলে সর্বমহল থেকে প্রতিবাদ ওঠার পরও এই সরকার ৭ বার গ্যাসের দাম বাড়ালো।’

বামপন্থী এই নেতা বলেন, ‘আমরা গভীরভাবে লক্ষ্য করেছি সরকার এবারে ৯ হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে নেয়ার টার্গেট নিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে। গ্যাসের দাম বাড়লে এটি সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব পড়ে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর প্রভাব পড়ে। গরিব-মধ্যবিত্ত পরিবারের জন্য নাভিশ্বাস হয়ে ওঠে।’

গ্যাস কোম্পানিগুলো হাজার কোটি টাকা লাভে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তা এবং উন্নয়ন তহবিলে কোটি কোটি টাকা জমা আছে। এরপরেও গ্যাসের দাম বাড়ানো হলো।’

সেলিম বলেন, ‘বাংলাদেশের জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে আমরা সবাই অবগত। লুটপাট চলছে সর্বত্রই। কিন্তু জ্বালানি একেবারে হরিলুট চলছে। অথচ স্থল এবং সমুদ্রে বক্ষে গ্যাস খনি নিয়ে কোনো গবেষণা নেই। নতুন করে গ্যাস উত্তেলনের কোনো চেষ্টা নেই।’

হরতাল সফল করার আহ্বান জানিয়ে সিপিবি সভাপতি বলেন, `আমরা সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’

এএসএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।