জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৯ জুন ২০১৯
ফাইল ছবি

জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে জাতীয় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৯ জুন) জাতীয় ছাত্র সমাজের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ছাত্র সমাজই পল্লীবন্ধু এইচএম এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকার রাখবে। ছাত্র সমাজকে জ্ঞান আহরণের পাশাপাশি দেশ ও জাতির স্বার্থে ইতিবাচক রাজনীতিতেও ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবে মো. জামাল উদ্দিন এবং সদস্য সচিব ফয়সাল দিদার দিপুর নাম অনুমোদন করেন। ১৫ সেপ্টেম্বর জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। কমিটির অন্য সদস্যদের নাম আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শাহী-ই-আজম, ফখরুল আহসান শাহাজাদা, অ্যাডকোকেট আবদুল হামিদ ভাসানী, ছাত্র সমাজের সাবেক সভাপতি শামিম আহমেদ রিজভী, মাখন সরকার, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।

এইউএ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।