শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখানই না, বাস্তবায়নও করেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৮ জুন ২০১৯

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘বাজেট নিয়ে সমালোচনা করার কোনো অধিকার নেই বিএনপির। এ বাজেট অবশ্যই উচ্চাভিলাষী বাজেট। কারণ শুধু বিএনপিই নয়, কেউ এত বড় বাজেট দিতে পারেনি। দেশকে এগিয়ে নিতে হলে বড় বাজেটই প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বাজেট দিয়েছে, তা শতভাগ বাস্তবায়ন হবে। কারণ বঙ্গবন্ধু কন্যাই একমাত্র নেত্রী যিনি জাতিকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।’

রাজধানীর কাকরাইলে আইডিইবি হলরুমে শুক্রবার বিকেলে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর দেশ উল্টোপথে চলছিল। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিতে শুরু করে। কিন্তু ষড়যন্ত্রের কারণে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। ২০০৮ সালে জনগণের ভোটে আবার ক্ষমতায় এসে টানা সাড়ে ১০ বছর দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।’

পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সর্বস্তরে সুষম উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে নজর দিয়ে বাজেট ঘোষণা করেছেন। নদী ভাঙন রোধে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ইতিপূর্বে কোনো সরকার তা রাখেনি। নদী ভেঙে যেন কারও ঘরবাড়ি হারাতে না হয়, কেউ যেন গৃহহীন না হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’

নড়িয়ার উন্নয়নে পেশাজীবীদের যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান শরীয়তুপুর-২ আসনের এ সংসদ সদস্য। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে কিংবা নিজ নিজ এলাকায় এগিয়ে নেয়া শুধু রাজনীতিবিদদের পক্ষে সম্ভব নয়। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এগিয়ে নেয়া সম্ভব। এ জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাবেক বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল্লাহ হারুন পাশা, কর কমিশনার আলী আজগর প্রমুখ।

এফএইচএস/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।