অলির উদ্যোগকে স্বাগত ফখরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৮ জুন ২০১৯

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ স্বাধীনতা আছে কোনো কর্মসূচি গ্রহণ করার। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোনো উদ্যোগকেই আমরা স্বাগত জানাই।’

বগুড়া-৬ আসনে জি এম সিরাজ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় দলের প্রতিষ্ঠাতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারণে দেশের পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘বরগুনায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। প্রতিদিন পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। এরপরও যদি এটাকে তারা (সরকারের নেতারা) বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে বুঝতে হবে তারা সব কিছুকে আড়াল করতে চাইছেন। এই ঘটনা প্রমাণ করে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

বিশ্বজিৎ হত্যার সঙ্গে বরগুনার কোনো যোগসূত্র দেখছেন কিনা-সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘অবশ্যই যোগসূত্র পাওয়া যাবে। যখন কোনো অপরাধী দলীয় কারণে মুক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে তখন অন্যান্য অপরাধীদের দলীয় ছত্রচ্ছায়ায় গিয়ে অপরাধ করার প্রবণতা আরও বেড়ে যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১০ বছরে যত হত্যা, নির্যাতন, ধর্ষণ হয়েছে এবং অতি সম্প্রতি যত ধর্ষণ ও হত্যা হলো-এটার কোনো নজির আছে বলে আমাদের জানা নাই।’

তিনি বলেন, ‘যেহেতু আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার নেই, জনগণ এই সরকারকে নির্বাচিত করেনি, পার্লামেন্টে জনগণের সরকার নেই, সে কারণে এই প্রবণতাগুলো বাড়ছে। এখানে ন্যায়বিচার নেই, বিচারহীনতা আছে। গত এক দশকে আইনশৃঙ্খলা বাহিনীসহ এমনকি বিচার বিভাগকেও দলীয়করণ করে ফেলা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই হত্যা ধর্ষণ বাড়বে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বগুড়া-৬ আসনের সাংসদ গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৪ আসনের সাংসদ মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল প্রমুখ।

কেএইচ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।