ক্ষমা চাইলেন হিলারি


প্রকাশিত: ১১:০১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। ফেসবুকে এক পোস্টে হিলারি বলেন, দুঃখিত, ওই সিদ্ধান্ত ভুল ছিল। খবর বিবিসি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে রয়েছেন ক্লিনটন। এদিকে এ বিতর্কের জন্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় এবিসির ওয়ার্ল্ড নিউজ টুনাইটকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, ইমেইল বিতর্কের পুরো দায় নিচ্ছি। এ জন্যে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এটি ভুল ছিল, এ জন্যে আমি দুঃখিত।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে সরকারি ইমেইল সার্ভারের পরিবর্তে হিলারি ক্লিনটন তার ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেন। এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন হিলারি। এই প্রথম তিনি ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের কারণে ক্ষমা চাইলেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।