বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের বাধায় ফিরে গেলেন রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২২ জুন ২০১৯

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’র উদ্যোগে দুপুর পৌনে ১২টার দিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রেজা।

বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ের বাইরে এসে আইনজীবীদের কর্মসূচিতে অংশ নিতে গেলে সেখানে আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে বাধা দেন। এ সময় কিছুটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাধার মুখে পড়ে এক পর্যায়ে রিজভী কর্মসূচি থেকে দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য হন।

কেএইচ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।