জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ পিএম, ২০ জুন ২০১৯

অ্যাডভোকেট মো. আশরাফ জালাল খান মননকে সভাপতি ও মো. আব্দুল মোমেন মিয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের ১২৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদুল ইসলাম ফরিদ ও সদস্য সচিব অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান টিটু আজ এই কমিটি অনুমোদন করেন।

বৃহস্পতিবার রাতে সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটি অনুমোদন করে নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আইনের ছাত্রদের একই ছাতার নিচে আনতে সক্ষম হবে এ কমিটি। পাশাপাশি আওয়ামীলীগ সরকারের মামলায় জর্জরিত ছাত্রদল নেতা-কর্মীদের আরো বৃহৎ পরিসরে আইনি সেবা করার সক্ষমতা দেখাবে।

সর্বোপরী, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।