গদি টেকাতেই নতুন বেতন কাঠামো : শাহ মোয়াজ্জেম


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

ক্ষমতাসীন অবৈধ প্রধানমন্ত্রী গদি টেকাতেই ১৬ কোটি নির্যাতিত মানুষকে জিম্মী করে নতুন বেতন কাঠামো ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কর্মজীবী সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এ মন্তব্য করেন।

তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস ও তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এ সমাবেশের আয়োজন করে।   

মোয়াজ্জেম হোসেন বলেন, মার্কিন গবেষণায় শেখ হাসিনার জনপ্রিয়তা নাকি বেড়েছে।বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে গোপালগঞ্জ আসনে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জামানত হারাবেন।

দেশের ইজ্জত নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর সোনার ছেলেরা ছিনিমিনি খেলছে দাবী করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এ সোনার ছেলেরা হত্যা, গুম, নির্যাতন, ধর্ষণ এমন কোন জঘন্য কাজ নেই যা করেনি।

তারেক জিয়াকে বাংলাদেশের আরেক জিয়া উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান দেশে আসবেন, কেউ ঠেকাতে পারবে না। কারণ সারা দেশের মানুষ তার অপেক্ষা্য় রয়েছে।  

জীবনের শেষ পর্যন্ত খালেদা জিয়ার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে মোয়াজ্জেম হোসনে বলেন, তিনি আপোসহীন নেত্রী। অন্যায়ের বিরুদ্ধে কখনও মাথা নত করেন না। এমন কি ভারতের কাছে বিক্রি হওয়ার মত নেত্রী তিনি নন। তাই আল্লাহ যেন জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত তার পাশে থাকার তওফিক দান করেন।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোহাম্মাদ লিটনের সভাপতিত্বে কর্মজীবী সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমেদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড.আহমেদ আজম খাঁন, জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।