বাজেট ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ : দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৫ জুন ২০১৯

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘এ বাজেট কৃষক মারার বাজেট, এ বাজেট বড়লোকদের স্বার্থ রক্ষার জন্য দেয়া হয়েছে। এ বাজেট গ্রহণযোগ্য নয়, সে কারণে জনগণ এ বাজেটকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী বিভাগীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদু।

তিনি বলেন, ‘বর্তমান সরকার অনির্বাচিত সরকার, ব্যাংক ডাকাতির সরকার। এ সরকারের ন্যূনতম অধিকার নেই বাজেট দেয়ার এবং দেশ পরিচালনার। এ সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা।’

বিএনপির এ শীর্ষনেতা বলেন, বাংলাদেশের সব থেকে অবহেলিত অংশ হচ্ছে এ দেশের কৃষক সমাজ। এ কৃষকরাই এ দেশের মানুষকে বাঁচিয়ে রাখে। দেশের অর্থনীতির চাকাটাও তারা সচল রেখেছে। বর্তমানে যে বাজেট সরকার দিয়েছে তাতে কৃষকদের জন্য সব থেকে নিম্ন বরাদ্দ দেয়া হয়েছে। এ বাজেট কৃষক মারার বাজেট, এ বাজেট বড়লোকদের স্বার্থ রক্ষার জন্য দেয়া হয়েছে। কোনভাবেই এ বাজেট গ্রহণযোগ্য নয়।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। সেজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিন।’

সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি। বক্তব্য দেন কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহি, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, জামাল উদ্দিন খান মিলন, কেন্দ্রীয় সদস্য জিয়াউল হক পলাশ, অধ্যাপক সেলিম উদ্দিন প্রমুখ। এছাড়া সভায় রাজশাহী জেলার নেতারা বক্তব্য দেন।

কেএইচ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।