যুক্তফ্রন্টের বিশেষ সভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ জুন ২০১৯
ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন (শুক্রবার)। 

সভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফ্রন্টের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।

তিনি জানান, ওইদিন বেলা সাড়ে ৩টায় ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে যুক্তফ্রন্টের বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিকল্পধারার প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য, যুক্তফ্রন্টের শরিক দলের সভাপতি/চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক/মহাসচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য যুক্তফ্রন্টের সমন্বয়কারী ও বিকল্পধারা প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার মিলন অনুরোধ জানিয়েছেন। 

সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এইউএ/এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।