সাবেক শিক্ষামন্ত্রী সাদেকের ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার। এ উপলক্ষে তার জন্মস্থান কেশবপুরে স্মরণসভা, দোয়া মাহফিল, কোরআন খতম, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং এতিম ছেলে-মেয়েদের মাঝে খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।

এছাড়া কেশবপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও মরহুম সাদেকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এসময় মরহুম এ এস এইচ কে সাদেকের স্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত থাকবেন।

এ এস এইচ কে সাদেক ১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন।

তিনি ১৯৫৭ সালে ইংল্যান্ডে কেমব্রিজ ইউনিভার্সিটির অধীনে কুইন্স কলেজে অর্থনীতি ও শাসনতন্ত্র বিষয়ে এবং ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়াম কলেজে অর্থনীতিতে লেখাপড়া করেন।  

চাকরি জীবনে তিনি রাষ্ট্রপতির মুখ্যসচিব, প্রতিরক্ষা, গণপূর্ত এবং জ্বালানি ও খনিজসম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

তিনি ১৯৯২ সালে সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এসএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।