খালেদা ইস্যুতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ এএম, ১৩ জুন ২০১৯

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

ঘন্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন-মাইকেল সুফিয়ানিক এবং জুলি কনেল। বিএনপির দুই সদস্যের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সাংগঠনকি সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আসলে এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না। বেসিকেলি দেশের পরিস্থিতি, বর্তমান রাজনীতি সব মিলিয়েই আলোচনা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের মামলা, ৩০ ডিসেম্বর যে নিবাচন হয়ে গেল, এ নিয়ে মূলত আলোচনা হয়েছে।

কেএইচ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।