হিন্দু সম্প্রদায়ের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়


প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত পৌনে ৯টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা শুরু হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী।

এতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিতাই চন্দ্র ঘোষ, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তরুন দে প্রমুখ।

ব্রহ্মাচারীদের মধ্যে তরুণ শ্যাম দাস, শুভ নিতাই গৌর দাস, সিতাপতি ঘোসাই দাস ব্রহ্আচারীসহ ঢাকার বিভিন্ন মন্দিরের প্রভুবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।