এরশাদকে কাছে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ জুন ২০১৯

সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অনেক দিন পর কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দলীয় নেতাকর্মীরা।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে ঈদের দিন বুধবার বেলা ১১টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসলে নেতাকর্মীরা আপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

উচ্ছ্বসিত নেতাকর্মীরা একটু সময় নিয়ে ছবিও তোলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে।

এ সময় সন্তানসম প্রতিটি নেতাকর্মীর মাথায় হাত বুলিয়ে আদর করেন এরশাদ। পরে অভিনন্দন ও শুভেচছা জানাতে আসা নেতাকর্মীদের আপ্যায়ন করা হয়।
এ সময় ঈদ উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এক জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, গণমানুষের ভালোবাসায় আমার জীবন ধন্য।’

এরশাদ বলেন, ‘ঈদের এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ দেশের প্রতিটি মানুষের জীবনে বারবার ফিরে আসুক। আগামীর বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।’

এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, ফখরুল ইমাম এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান হাজী আবু বক্কর, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব- শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, এটিইউ আহাদ চৌধুরী শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট জহির উদ্দিন জহির, অ্যাডভোকেট ড. এনামুল হক, মঞ্জুরুল হক মঞ্জু, এমএ রাজ্জাক খান, সালাউদ্দিন খোকা প্রমুখ।

এইউএ/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।