বিএনপির ৩০ টাকার ইফতারের কৃতিত্ব নিপুনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ এএম, ০১ জুন ২০১৯

রাজনীতিবীদদের সম্মানে গত ২৮ মে বিএনপি ৩০ টাকার যে ইফতার কর্মসূচির আয়োজন করেছিল তার কৃতিত্ব পেলেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

এ অভিনব কর্মসূচির ধারণা দেয়ায় নিপুনের ভূয়সী প্রশংসা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবার্ষিকী ও কারাবন্দী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইফতারের সঙ্গে সংগতি রেখে ইফতার ও দোয়া মাহফিল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিপুনের এ প্রশংসা করেন গয়েশ্বর।

কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার ৩০ টাকার ইফতার খাওয়া প্রসঙ্গে নিপুন রায়কে ধন্যবাদ জানিয়ে গয়েশ্বর বলেন, ‘নিপুন রায়ই প্রথম ব্যক্তি যিনি এমন প্রোগামের কথা বলেন এবং করেন। এরপর ধারাবাহিকভাবে দেশজুড়ে নেতাকর্মীরা ৩০ টাকার মধ্যেই ইফতার খাচ্ছেন। এমনকি জাতীয় পর্যায়ের ইফতার মাহফিলগুলোতে এমনটা দেখা যাচ্ছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদেরের বক্তব্য উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া চাইলে এ বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে। আসলে প্রতিবাদ নানাভাবে হয়। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় আসছে মানুষ কীভাবে এর প্রতিবাদ করছে।’

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে সাহসীকতার সঙ্গে যুদ্ধের ময়দানে পাকিস্তানিদের হটিয়ে স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন। তর্কের খাতিরে তর্ক করা যায়। কিন্তু একজন সামরিক বাহিনীর সদস্যের গণতন্ত্রের প্রতি যে সম্মান তা অতুলনীয়। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল জিয়াউর রহমানের। একটা দলীয় শাসন ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন করেন জিয়াউর রহমান।’

জিয়াউর রহমান এবং খালেদা জিয়া একই বৃন্তে একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করে বিএনপির এ নীতি নির্ধারক বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ ৯টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আমাদের গর্বের অনেক কিছু আছে। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান এবং তার অবর্তমানে সেই দলের নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রের আরেক প্রহরী বেগম খালেদা জিয়া।’

গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। তারা কথা বলতে চায়। কথা বলতে পারলে তাদের দুঃখ নিবারণ হয়। কিন্তু এ দেশে আজ গণতন্ত্র নেই।’

দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে এবং মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

কেএইচ/এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।