রাজনীতিতে গুণগত পরিবর্তন চান জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৭ মে ২০১৯

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। জাতীয় পার্টি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ব্যবসায়ীরা রাজনীতি অর্থলগ্নি করে কড়ায়-গন্ডায় তার ফায়দা তুলে নিচ্ছেন। সাধারণ মানুষ এ ধরনের রাজনীতি থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি আগামীতে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে ইনশাআল্লাহ।’

উপস্থিত নেতাকর্মীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জিএম কাদের বলেন, ‘আগামীতে জাতীয় পার্টি একক নেতৃত্ব দেবে না। সবার মতামত নিয়ে পার্টি চলবে, সব সিদ্ধান্ত ও কর্মসূচি ঠিক করা হবে সমন্বয় করে। সফলতা-ব্যর্থতা সবার।’

তিনি বলেন, ‘ব্যক্তিস্বার্থ উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে সেই তরুণদেরই জাতীয় পার্টির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে।’

এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, হাজি সাইফুদ্দিন মিলন, এটিইউ তাজ রহমান, জহিরুল আলম রুবেল, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, নুরুল ইসলাম ওমরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

এইউএ/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।