নয়াপল্টনে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ


প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৯ অক্টোবর ২০১৪

জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির পদপ্রাপ্ত ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। রোববার দুপুরে নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ছাত্রদল নেতাকর্মীদের একটি অংশ এ সময় বিএনপি কার্যালয়েও হামলা চালায়।

সংঘর্ষের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের নতুন কমিটির নেতারা কার্যালয়ে অবস্থান করছিলেন। তবে সংঘর্ষের এক পর্যায়ে বিদ্রোহী নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনের এলাকা দখলে নেন।

এর আগে সকাল থেকেই পক্ষে-বিপক্ষে মিছিলে উত্তপ্ত হয়ে উঠে নয়াপল্টন ও এর আশপাশ এলাকা। যে কোনো সময়ে সংঘর্ষের আশঙ্কা সকাল থেকেই করছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।