কাদেরের হাতে ফুল দিয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মী জাপায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৫ মে ২০১৯

কুমিল্লা মহানগর বিএনপি নেতা হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেছেন।

জাপা চেয়ারম্যানের বনানী অফিসে শনিবার (২৫ মে) দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে দল ছাড়ে বিএনপির এ নেতাকর্মীরা।

হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে যোগদান করেন- রফিকুল ইসলাম মেম্বার, হারুন চৌধুরী মেম্বার, তাজুল ইসলাম মাস্টার, কাজী মোমিন উদ্দিন, শাহীন আলম, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও মো. মিজানুর রহমানসহ অর্ধশত নেতাকর্মী।
এ সময় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বিগত দিনে যারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির রাজনীতির মাঠে ছিল, যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেনি ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে। ব্যক্তি স্বার্থ উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে সেই তরুণদের জাতীয় পার্টির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে।’

তিনি বলেন, ‘টাকা বা অস্ত্র নয়, আমরা মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাব।’

কাদের বলেন, ‘রাজনীতির প্রতি সাধারণ মানুষের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে, অনেকেই রাজনীতিকে ব্যবসা মনে করছেন। রাজনীতিতে টাকা লগ্নি করে আবার সেই টাকা তুলে নিতে চেষ্টা করেন। সাধারণ মানুষ চায় স্বচ্ছ ও নির্মোহ রাজনীতি। আর এ কারণেই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। সাধারণ মানুষ মনে করেন, জাতীয় পার্টিই তৃতীয় শক্তি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা কাজী জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, মো. হেলাল উদ্দিন, আব্দুল হামিদ ভাসানী, অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য ইফতেকার আহসান হাসান, এমএ রাজ্জাক খান প্রমুখ।

এইউএ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।