ড্যাবের নতুন কমিটির সভাপতি হারুন মহাসচিব সালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ এএম, ২৫ মে ২০১৯

বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. হারুন অর রশীদ। মহাসচিব পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. আব্দুস সালাম।

হারুন অর রশীদ ও আব্দুস সালাম পরিষদের বিজয়ী অন্যরা হলেন- কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি ডা. সেলিম, যুগ্ম সম্পাদক ডা. মেহেদী হাসান।

ড্যাবের এই নির্বাচনে ডা. হারুন অর রশীদ ও ডা. আব্দুস সালাম পরিষদের সকলেই নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ড্যাবের মোট ২৬৪ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যন্ত ভোট পড়েছে ২৪৮টি। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলা থেকে।

কেএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।