মোদিকে জাসদের অভিনন্দন
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করে বলেন, ‘শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতার সম্পর্কে অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
নেতৃদ্বয় বিজেপি ও বিজেপি জোটের এই ঐতিহাসিক বিজয়ে বিজেপি সভাপতি শ্রী অমিত শাহসহ বিজেপি ও বিজেপি জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের প্রতিও আন্তরিক অভিনন্দন জানান।
প্রসঙ্গত, ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪২ আসনের মধ্যে ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০'র বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬।
গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
এইউএ/এমবিআর/এমকেএইচ