কুড়িগ্রামে বিএনপির ২ গ্রুপের পৃথক সমাবেশ


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার কুড়িগ্রাম জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভ চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংসদ উমর ফারুক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক ভিপি তারিক নজমুল রোকন, ভিপি সিরাজুল হক, অধ্যাপক রুহুল আমিন, তৈয়বুর রহমান, আবু দারদা হেলাল, রেজাউল করিম দুলাল, এনামুল হক এনা, শাজাহান হিরো, মাসুদ রানা বাবু, আজিজুল ইসলাম প্রমুখ।

Kurigram

অপরদিকে পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে অপর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়া এলাকায় সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সোহেল হোসনাইন কায়কোবাদ, আশরাফুল হক রুবেল, মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব প্রমুখ।

নাজমুল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।