কৃষকের ফোন পেয়ে ধান কেটে দিলেন রাব্বানী

এক দরিদ্র কৃষকের ধান কাটতে রীতিমতো কাস্তে হাতে মাঠে নেমেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটেন তিনি। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগেরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশে এক বিজ্ঞপ্তি দিয়ে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরপর প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেয়া নম্বরে আজ ফোন করে নিজের ধান কেটে দেয়ার জন্য সাহায্য চান স্থানীয় এক কৃষক। খবরটি শুনে নেতাকর্মীদের নিয়ে ওই ব্যক্তির ধান কেটে দেন রাব্বানী। এ সময় তিনি ছাত্রলীগ কর্মীদের সারা দেশের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে ধান কাটা শেষে রাব্বানী স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে পাশের একটি টায়ার ফ্যাক্টরিতে যান। এ সময় ফ্যাক্টরিটি পরিবেশ দূষণ করছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে পরিবেশের ক্ষতিকর ফ্যাক্টরিটি বন্ধ করতে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন।

এমএইচ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।