ধানের ন্যায্যমূল্য চেয়ে ঢাকা জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ মে ২০১৯

সারাদেশে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন এ স্মারকলিপি জমা দেন। এ সময় জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান স্মারকলিপি গ্রহণ করেন।

কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সারাদেশে একযোগে পালন করছে বিএনপি। ঢাকা জেলা প্রশাসক বরাবর লেখা স্মারকলিপিতে বলা হয়, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় কৃষক হাহাকার করছেন। প্রতি মণ ধানে কৃষকের তিনশ’ টাকা লোকসান হচ্ছে। প্রতি বিঘায় লোকসানের পরিমাণ পাঁচ হাজার টাকা।

এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আপনার (জেলা প্রশাসক) মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছে।

স্মারকলিপি জমা দেওয়ার সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি তমিজ উদ্দিন, অ্যাডভোকেট সুলতান নাসের, খন্দকার আবুল কালাম, বাছেদ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, মো. নূর করীম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, রাকিবুর রহমান খান ফরহাদ, মো. দীন ইসলাম, মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আনজু, সাধারণত সম্পাদক আহসান উল্লাহ হাসান, দফতর সম্পাদক এবিএম এ রাজ্জাকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।