খালেদার মুক্তির দাবিতে যুবদলের ঝটিকা মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২০ মে ২০১৯

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার দুপুরে নয়াপল্টন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

যুবদলের ব্যানারে অনুষ্ঠিত ওই ঝটিকা মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও অংশ নেন। মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল ঘুরে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

যুবদলের এ ঝটিকা মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব, সহ-সভাপতি মোরতাজুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, মহানগর যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঝটিকা বিক্ষোভে নেতাকর্মীরা অংশ নেয়ায় সংগঠনের সভাপতি নীরব সবাইকে ধন্যবাদ জানান।

কেএইচ/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।