পানির নামে বিষ পান করাচ্ছে ওয়াসা : ন্যাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২০ মে ২০১৯

ঢাকার পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকা আধা স্বায়ত্তশাসিত সংস্থা ওয়াসা পানির নামে নাগরিকদের বিষ পান করাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া।

সোমবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা ও পরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মোস্তফা বলেন, তীব্র তাবদাহে রাজধানীতে যখন মানুষ অতিষ্ঠ, ওয়াসা তখন পানির নামে বিষ পান করাচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব যথাযথ পালন না করে ঢাকাবাসীর সাথে মশকরা করছে। এসব করে জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে ওয়াসা।

তিনি বলেন, বাংলাদেশে এখন ভয়ঙ্কর একটি শাসন চলছে। যে শাসনে এ দেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ-ছাত্র-যুবা-নারী কেউ নিরাপদ নয়। কারোর পক্ষেই স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না।

গোলাম মোস্তফা আরও বলেন, কৃষক ধানের মূল্য না পেয়ে ক্ষেতে আগুন দিচ্ছে। পাট শ্রমিকরা তাদের মজুরি না পেয়ে রমজান মাসে রাস্তায় অবস্থান করছে। আর অন্যদিকে পাবনার রূপপুরে চলছে হরিলুটের কারবার। সরকারের কৃষিমন্ত্রী কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছেন। এই হচ্ছে দেশের অবস্থা।

সাবির্ক পরিস্থিতিতে মানবাধিকার খর্ব হচ্ছে, মানবতা গুমরে কাঁদছে বলেও উল্লেখ করেন ন্যাপ মহাসচিব।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম কাজলের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, স্বপন কুমার সাহা, মো. শহীদুননবী ডাবলু, কৃষক নেতা মো. কামাল ভুইয়া, সংগঠনের জেলা সহ-সভাপতি অ্যাড. মো. মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শরীফুল হাসান খান, সাংগঠনিক সম্পাদক মো. আহাদুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মীর শফিক উল্লাহ, দফতর সম্পাদক মো. মাসুম মিয়া, নির্বাহী সদস্য মো. সালাম, রিপন হোসেন, মো. আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।

কেএইচ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।