সারাদেশে ২০ দলের বিক্ষোভ আজ


প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন। জোটের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিজ্ঞপ্তিতে শনিবার কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছিল, পরে তা পরিবর্তন করে রোববার করা হয়। শনিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী থাকায় এদিন কর্মসূচি প্রত্যাহারের জন্য বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তির সঙ্গে একটি লিফলেটও দেয়া হয়। এতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির দাম বাড়ানোর ফলে অনিবার্যভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। অযৌক্তিক এ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হচ্ছে। জোট বলেছে, এটা প্রতিরোধ করা না গেলে আগামী ডিসেম্বরে গ্যাসের দাম আরো বাড়বে। জনগণের কাছে কোনো দায়বদ্ধ সরকার এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে না।

উল্লেখ্য, সরকার ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত রোববার (৩০ আগস্ট) জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে বিক্ষোভ কর্মসূচি দেয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছিল। এরপর এ কর্মসূচির ঘোষণা এলো।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।