ধান ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি থাকলে কঠোর ব্যবস্থা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৯ মে ২০১৯

সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়ায় কোনো দুর্নীতি থাকলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার রাজধানীর বংশালে রওশান মহল মিলনায়তনে বংশাল থানা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রধানমন্ত্রীর মধ্যে শক্তিশালী নেতৃত্ব আমরা দেখতে পাই। দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীকে সবসময় জাতীয় পার্টি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না।

এ সময় বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় চাল রফতানিতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেও সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, ব্যক্তিস্বার্থের চেয়ে দেশ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করবে জাতীয় পার্টি। অনেকে জাতীয় পার্টিকে সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত করতে অপচেষ্টা করেছে।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির রাজনীতি আছে, দেশব্যাপী সমর্থন আছে। জাতীয় পার্টির রাজনীতিকে দেশের সাধারণ মানুষ গ্রহণ করেছে। জাতীয় পার্টিকে কেউ শেকড়বিহীন রাজনৈতিক দলে পরিণত করতে পারবে না।

বংশাল থানা জাপা সভাপতি মো. আফতাব গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান, হাজী ফারুক, মঞ্জুরুল হক সাচ্চা, মনোয়ারা তাহের মানু, মাহবুবুর রহমান খসরু, তারেক আদেল, মো. হাসান, হুমায়ূন কবির কালা প্রমুখ।

এইউএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।