চাল আমদানি সরকারের কারসাজি : নোমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৮ মে ২০১৯

চাল আমদানি সরকারের কারসাজি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শ্রমিক কৃষক একসঙ্গে আন্দোলন করে অধিকার আদায় করতে হবে। কৃষকদের মধ্যে যে হতাশা তা রোধ করতে হবে।’

শনিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি মেনে নেয়ার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দল এ মানববন্ধনের আয়োজন করে।

নোমান বলেন, ‘যেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বলা হয়, সেখানে আমদানির প্রশ্নই আসে না। কিন্তু আজকে এ সরকার চাল আমদানি করছে। এটা সরকারের কারসাজি। দেশের কৃষকদের মূল্য দিতে হবে, তাদের উৎপাদনের মূল্য দিতে হবে। শ্রমিকদের মজুরি দিতে হবে। আজকে আমাদের মৌলিক শিল্পগুলোকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে মনে রাখতে হবে, কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না। কৃষককে রক্ষা করতে হবে। কৃষককে রক্ষা করতে হলে চাষাবাদে বিস্তৃতি ঘটাতে হবে। চাষাবাদকে যদি বিস্তৃত করতে হয় তাহলে কৃষককে উৎপাদনের খরচ দিতে হবে। আজকে উৎপাদনে কৃষকের যে খরচ হচ্ছে সে খরচের টাকাও তারা পাচ্ছে না।’

‘দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল বিদেশে রফতানির পরিকল্পনা করছে সরকার’- খাদ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে নোমান বলেন, ‘যেখানে সরকার আমদানি করছে সেখানে উদ্বৃত্ত হয় কী করে। আসলে দেশ থেকে বিদেশে টাকা পাচার হচ্ছে। ব্যাংক লুটপাট হচ্ছে। এদিকে আমাদের নজর রাখতে হবে কোন কোন ক্ষেত্রে টাকা পাচার হচ্ছে।’

পাটকল শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, ‘পাট আমাদের মৌলিক সম্পদ। এটাকে বাঁচাতে হবে। পাটকল শ্রমিক কর্মচারীদের বাঁচাতে হবে। পাটের উৎপাদন আরও বাড়াতে হবে। মিল কারখানা আরও চালু করতে হবে। আর রাষ্ট্রায়ত্ত মিল কারখানাগুলো বেসরকারি পর্যায়ে দেয়ার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

কেএইচ/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।