আন্দোলনে ছাত্রদের পাশে থাকবেন নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৭ মে ২০১৯

গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছাত্রদের গণতন্ত্রের আন্দোলনে মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা মাঠে নামো, কথা দিলাম এই বয়সেও তোমাদের পেছনে নয়, পাশেই থাকব।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে ছাত্র মিশন আয়োজিত ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের সম্মানে ইফতার ও আলোচনা সভায় নজরুল ইসলাম খান তার পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের প্রতি কোনো দায় নেই তাদের। সবচেয়ে কম জনপ্রিয় এই সরকার ৩০ ডিসেম্বর পুলিশ, র‍্যাব, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় যে প্রহসনের নির্বাচন করেছে, আমার ৭২ বছরের জীবনে পৃথিবীর কোথাও এমন নির্বাচন হয়েছে বলে জানা নেই।’

আন্দোলন কখন, কীভাবে হবে তার কোনো ঠিক নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্রদেরই আন্দোলনের জন্য এগিয়ে আসতে হবে। কেউ তোমাদের সংগঠিত করে দেবে না। নিজেদেরই সংগঠিত হয়ে এগিয়ে আসতে হবে।’

আন্দোলন-সংগ্রামে ঐক্য গড়ে দেয়া হয় না জানিয়ে তিনি আরও বলেন, ‘সংগ্রামে সবসময় ঐক্য গড়ে ওঠে। জনগণ ঐক্যবদ্ধ হয়। প্রয়োজনের তাগিদে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়। শ্রমিক, ছাত্র ঐক্যবদ্ধ হয়। অর্থাৎ প্রয়োজন যখন হয়, তখন বলে দেয়া লাগে না। এখন এই প্রয়োজনকে কতখানি অনুভব করতে পারছেন-সেটাই মূলকথা।’

ছাত্র মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও এই সরকারের পতন তরান্বিত করতে ছাত্র, যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। সেজন্য ছাত্রলীগ বাদে সব ছাত্রসংগঠনকে এক হতে হবে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, ছাত্রদল নেতা মাহবুবুর রহমান, ছাত্রশিবির নেতা রাশিদুল ইসলাম, ছাত্র মজলিস নেতা সাদিক সালিম, লেবার পার্টির ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউল ইসলাম, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র মিশনের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম।

কেএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।