কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৪ মে ২০১৯

কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বিএনপি। গুলশানের ওয়েস্টিন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কূটনৈতিক কোরের ডিন ভ্যাটিকেন সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গিমেনেজ ডি আজকারাত, তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতর্ক ও কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংকসহ ৩৭টি দেশের কূটনীতিক ও জাতিসংঘ ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রতি বছর রমজানে খালেদা জিয়া কূটনীতিকদের নিয়ে ইফতার করতেন। গত বছরের ফেব্রুয়ারিতে একটি দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর তার পক্ষে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা কূটনীতিকদের নিয়ে ইফতারের সেই আয়োজন আজও সক্রিয় রেখেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, মাহবুব হোসেন, মীর নাসির, জয়নাল আবেদীন, গোলাম আকবর খন্দকার, সুকোমল বড়ুয়া, শওকত মাহমুদ, আবদুল কাইয়ুম, মাহুববউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, রুমিন ফারহানা, জেবা খান, তাবিথ আউয়াল উপস্থিত ছিলে।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক বোরহানউদ্দিন আহমেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট শাহদীন মালিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম সবুজ, শামীম আহমেদ, সাবেক প্রেস সচিব তাজুল ইসলাম, চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার, প্রেস উইংয়ের শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, রিয়াজ উদ্দিন নসু ।

গণমাধ্যমে সম্পাদকদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, বিডি নিউজের তৌফিক ইমরোজ খালিদী, যুগান্তরের সাইফুল আলম, ভোরের কাগজের শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহেরসহ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক ইফতারে অংশ নেন।

কেএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।