এরশাদ এখনও সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৩ মে ২০১৯

 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।

রাজধানীর বছিলার ৪০ ফুট রোডে সোমবার মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

ফয়সল চিশতী বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামের খেদমতে নানা উদ্যোগ নিয়ে প্রসংশিত হয়েছেন। আবার হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টানদের স্বার্থে কার্যকর উদ্যোগ নিয়ে সম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপস করেছিলেন।’

এর আগে বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খানি হয়।

মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সভাপতি রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মো. আনিসুর রহমান খোকন প্রমুখ।

এইউএ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।