মেননের বক্তব্য বয়কট করলেন উলফাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৩ মে ২০১৯
ফাইল ছবি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য বয়কট করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মাহফুজউল্লাহ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এই ঘটনা ঘটে।

রাশেদ খান বক্তব্য শুরু করলে ইশতিয়াক আজিজ উলফাত সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, সকলের প্রতি সম্মান রেখে বলছি ,আমি রাশেদ খান মেননের বক্তব্য শুনবো না, তার বক্তব্য না শুনেই আমি বের হয়ে যাচ্ছি।

তবে কী কারণে তিনি বয়কট করলেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এ নিয়ে রাশেদ খান মেননও তার বক্তব্যে কিছু বলেননি।

সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মৃতিচারণ করে মেনন বলেন, মাহফুজ উল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। সাংবাদিক হিসেবে পরিবেশ সাংবাদিকতায় জায়গা করে নিয়েছিলেন তিনি।

ড. আকবর আলি খানের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন- ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী, আসিফ নজরুল, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদাত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কেএইচ/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।