ষড়যন্ত্র করে ছাত্রলীগকে অপকর্মে ব্যবহার করা হচ্ছে : দীপু মনি
সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছাত্রলীগের অনেক সুনাম এবং ঐতিহ্য রয়েছে। কিন্তু একটি দল ষড়যন্ত্র করে ছাত্রলীগের নেতাকর্মীকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা কখনোই চাই না ছাত্রলীগ তার আদর্শ থেকে বের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হোক। ছাত্রলীগের আদর্শের যে জায়গা তার থেকে বিচ্যুত হওয়া যাবে না।
শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী এবং ২১ আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্বরণে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এই আদর্শের কোনো মৃত্যু নেই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কিন্তু তার অাদর্শকে হত্যা করতে পরেনি। বঙ্গবন্ধুর কন্যা তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ এবং লালন করতে পারি তবে আমাদের উন্নতি কেউ দমিয়ে রাখেতে পারবে না।
দিপু মনি বলেন, ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে আমাদের জননেত্রীকে হত্যা করার ষড়যন্ত করা হয়েছিল। ৭১, ৭৫ এবং ২০১৪ সালের হত্যাকারীরা এক এবং অভিন্ন। তারা এখনো প্রতিদিন প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর প্রতি অনুরোধ করছি বঙ্গবন্ধুর জীবনী পড়তে হবে। তবেই বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ এবং লালন করতে পারবে।
তিনি বলেন, আমি অসুস্থ্য থাকায় চাঁদপুরসহ দেশ এবং বিদেশে যারা আমার জন্য দোয়া করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।
জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট চিকিৎসক জে. আর ওয়াদুদ টিপু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পটোয়ারী, শামছুল হক মন্টু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুইয়া প্রমুখ।
ইকরাম চৌধুরী/আরএস