বিএনপি সমঅধিকারে বিশ্বাসী : খালেদা


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে সবাইকে অবদান রাখতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।  

বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। জন্মাষ্টমীতে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।