দেশ নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৪

দেশ নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রয়াত ড. পিয়াস করিমের নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ দেশ নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে। নীল নকশার মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করার পাঁয়তারা চলছে। যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না।

৯ জন বিশিষ্ট নাগরিককে শহীদ মিনারে অবাঞ্চিত ঘোষণার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুটিকয়েক দুগ্ধপোষ্য ও অর্বাচীন বালক, যারা মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস জানে না তারাই আজ দেশের বিশিষ্ট নাগিরকদের শহীদ মিনারে অবাঞ্চিত ঘোষণা করছে। কিন্তু তাদের এ ঘোষণায় আমরা মোটেই উদ্বিগ্ন নই। তাদের কথার এতো গুরুত্ব দেওয়ারও কিছু নেই। এরা কারা? তাদের এ কথা বলার অধিকার কে দিয়েছে?

তিনি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।