‘নবীন ও প্রবীণের সমন্বয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৯ মে ২০১৯

নবীন ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয়ে জাতীয় পার্টি আরও সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে শুধু জাতীয় পার্টি নয়, বাংলাদেশের রাজনীতিতেই একটা বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় পার্টিকে ধরে রাখব। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাব।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা ঝোটন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এইউএ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।