নির্বাচন নিয়ে বিরোধ মিটে গেছে : সুরঞ্জিত


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

মধ্যবর্তি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ মিটে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সুরঞ্জিত বলেন, নির্বাচন নিয়ে এখন আর কোনো বিরোধ নেই। তাই বিএনপির কাছে নির্বাচন নিয়ে এখন কোনো কথা শুনতে চাই না।
 
বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক এক জনমত জরিপের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটা আমাদের কথা নয়, আমেরিকার প্রতিষ্ঠানের জরিপ বলেছে, সরকারের জনপ্রিয়তা বাড়ছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আরো বেড়েছে। সুতরাং বিএনপির নির্বাচন প্রশ্নে আর কথা থাকার কথা নয়।’
 
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যাটা সংকটে পরিণত হওয়ার আগেই তা শেষ করতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
 
রাজধানীর  জলাবদ্ধতা নিয়ে সরকার এবং মেয়রদের উদ্দেশ্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খাল বন্ধ হয়ে গেছে এই অজুহাত দিয়ে চোখ বন্ধ থাকলে কেমন করে বন্ধ খাল খুলবে। প্রয়োজনে আইন করে যেসব ব্যবসায়ীরা খাল বন্ধ করেছে টাস্কফোর্স করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা আবদুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির হুমায়ুন কবির মিজী প্রমুখ।
 
এএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।