রাজনৈতিক প্রজ্ঞা ছড়াচ্ছেন সাজেদা চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৮ মে ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে উদ্দেশ্য করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে যিনি সারাজীবন জনগণের কল্যাণে কাজ করেছেন, আমাদের মাঝে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ছড়িয়ে দিচ্ছেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৪তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি।

রাজধানীতে আজ বুধবার সাজেদার বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান স্পিকার। এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও বর্ষিয়ান এই রাজনীতিবিদকে ফুলেল শুভেচ্ছা জানান।

স্পিকার বলেন, সাজেদা চৌধুরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার রাজনৈতিক প্রজ্ঞা অনুকরণীয়।

এ সময় সংসদ উপনেতার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন স্পিকার। সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবার চৌধুরী ও পুত্রবধূ সাহনাজ খান এ সময় উপস্থিত ছিলেন।

এইচএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।