ইসলামের খেদমতে এরশাদের অবদান দেশবাসী স্মরণ রাখবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৭ মে ২০১৯

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ইসলামের খেদমতে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশবাসী চিরদিন স্মরণ রাখবে।

মঙ্গলবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে এতিমদের সঙ্গে এরশাদের ইফতার অনুষ্ঠানে রাঙ্গা একথা বলেন।

তিনি বলেন, ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা, শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেন এরশাদ। মসজিদ ও মাদরাসার বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এরশাদের কীর্তি অক্ষয় হয়ে থাকবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এইউএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।