গণফোরামের সম্পাদক হচ্ছেন রেজা কিবরিয়া!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৫ মে ২০১৯
ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ড. কামাল হোসেন ও তার দল গণফোরাম। এবার দলের নতুন নির্বাহী কমিটির ঘোষণা নিয়ে ফের আলোচনায় দলটি।

গণফোরামের দায়িত্বশীল সূত্র জানায়, দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে। ২০১৮ সালের ১৮ নভেম্বরে গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন তিনি। যোগদানের ৫ মাসের মধ্যেই রাজনীতিক জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাচ্ছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন এই কমিটি।

গণফোরামের বর্তমান সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকেও রাখা হচ্ছে কমিটিতে। কার্যকরী সভাপতি নামে একটি পদ সৃষ্টি করে তাকে সেই পদ দেয়া হবে। কার্যকরী সভাপতি পদটি সাধারণ সম্পাদক থেকে এক ধাপ ওপরে। দলের সভাপতি পদে থাকছেন সভাপতি ড. কামাল হোসেনই।

সূত্র জানায়, সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদগুলো মোটামুটি একই থাকছে।

গণফোরামের স্থায়ী কমিটির সদস্য ও মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জাগো নিউজকে বলেন, দুপুরে প্রেস ক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে নতুন কমিটি ঘোষণা আসতে পারে।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে একাদশ সংসদ জাতীয় নির্বাচনে পরাজিত হন রেজা কিবরিয়া।

আর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।