১৫ মাস পর জামিনে মুক্ত হলেন শিমুল বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৪ মে ২০১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ বছর ২ মাস ২৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

বিএনপির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন জাগো নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নাশকতার মামলা হয়। ওই বছর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ ১ বছর ২ মাস ২৬ দিন পর তিনি জামিনে মুক্তি পেলেন।

কেএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।