প্রধান বিচারপতি খাগড়াছড়ি যাচ্ছেন আজ


প্রকাশিত: ০১:২৮ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

বিচারিক কার্যক্রম পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা খাগড়াছড়ি আদালতে যাচ্ছেন আজ। এ উপলক্ষে গত কয়েকদিন ধরে খাগড়াছড়ি আদালতে চলছে ধোঁয়ামোছার কাজ। নতুন রঙয়ের ছোঁয়ায় নতুন সাজে সেজেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির আদালত ভবনগুলো।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, চট্টগ্রাম থেকে সকাল ১১টার দিকে খাগড়াছড়ি আদালতে আসবেন প্রধান বিচারপতি। এসময় তিনি খাগড়াছড়ি জেলা জজ আদালত, দায়রা জজ আদালত, জেলা ম্যাজিস্ট্রেসি ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আদালতসমূহ পরিদর্শন করবেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতি এসকে সিনহা বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি সার্কিট হাউজে জজশিপের জুড়িসিয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

প্রধান বিচারপতি রাতে খাগড়াছড়ি সার্কিট হাউজে অবস্থান শেষে শুক্রবার সকালে চট্টগ্রামের উদ্দেশে খাগড়াছড়ি ত্যাগ করবেন বলেও জানান খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।

বাংলাদেশ সুপ্রিম কোটের রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেসাল অফিসার বেগম হোসনে আরা আকতার, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার মেহনাজ সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা-১ মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ প্রধান বিচারপতির সফর সঙ্গী হবেন।

প্রসঙ্গত, সুরেন্দ্র কুমার সিনহা দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে চলতি বছরের ১৭ জানুয়ারি শপথ গ্রহণ করেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই তার প্রথম খাগড়াছড়ি সফর।

এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।