‘শপথ নিয়ে সঠিক কাজ করেছেন বিএনপির এমপি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচিত বিএনপি নেতা জাহিদুর রহমান বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তার এই শপথ নেয়াকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির একজন এমপি শপথ নিয়েছেন। তিনি সঠিক কাজ করেছেন।’

শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘ আমরা আশা করব, আরও যারা নির্বাচিত হয়েছেন, কিন্তু শপথ নেননি, তারাও শপথ নেবেন। না নিলে সেগুলোতে উপ-নির্বাচন দেয়া হবে।’

সামরিকতন্ত্রের কোলে বিএনপির জন্ম উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপিকে কিছুদিন পর বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। বিএনপির জন্ম গণতান্ত্রিকভাবে নয়। তাছাড়া তারা যেভাবে এসেছে, সেভাবেই নিঃশেষ হয়ে যাবে।’

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আটজন প্রার্থী জয়লাভ করেন। তাদের মধ্যে ছয়জন বিএনপি ও দুইজন গণফোরাম থেকে নির্বাচিত হন। গণফোরামের দুইজন ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

পিডি/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।