জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইস্রাফিল আলম বলেছেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের বিষয় না, এটা এখন বৈশ্বিক একটা আতঙ্কের নাম। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অসাধারণ দক্ষতায় বাংলাদেশে জঙ্গিদমন সম্ভব হয়েছে, কিন্তু নির্মূল হয়নি।

মঙ্গলবার রাজধানীর সাত মসজিদ রোডের গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটে সুচিন্তা ফাউন্ডেশনের জঙ্গিবাদবিরোধী সেমিনার ‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সুচিন্তা ফাউন্ডেশন জঙ্গিবাদের বিরুদ্ধে নিয়মিত বিভিন্ন কলেজ বিশবিদ্যলয়ে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইস্রাফিল আলম বলেন, সুচিন্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ জঙ্গিবাদ নির্মূলে বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তরুণদের সচেতন করে তুলতে সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করা উচিত। তাহলে তরুণদের মাঝে জঙ্গিবাদ সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া কোনো দেশ নয়। উন্নয়নের মহাসড়কের এগিয়ে চলা একটি দেশ। আমরা যেমন সমুদ্র জয় করেছি তেমনি আমাদের মহাকাশ বিজয়ের ইতিহাসও রয়েছে। আমাদের এই এগিয়ে চলা, স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি শত্রুদের হিংসার কারণ। এরাই জঙ্গিবাদকে পৃষ্টপোষকতা করে দেশকে পিছিয়ে দিচ্ছে, চক্রান্ত করছে, দেশের ক্ষতি করছে।

সারাবেলার সম্পাদক জব্বার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর কানতারা খান, অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবির, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।