নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

সারাদেশে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

পাশাপশি ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত হত্যকাণ্ডের সঙ্গে জড়িত দায়ী মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ সবার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, এই ঘটনার এতদিন পরেও সেই থানার যে দারগা (ওসি) এখনও কেন গ্রেফতার হয়নি। এইটা যদি অন্য কেউ করত তাহলে নিশ্চয় এতদিনে তাকে গ্রেফতার করা হতো। এর মানে আইন সবার জন্য সমান না। আমরা সমাবেশ থেকে নুসরাত হত্যার বিচার দ্রুত ও দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, বিচারহীনতার কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। শিশু ধর্ষণের ঘটনায় শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে কদম ফোয়ারা প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাম নেতা কমরেড মোহাম্মদ শাহ আলম, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।