মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার


প্রকাশিত: ১০:২১ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলে, ‘গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো যুক্তি নেই। সরকারি দলের কোনো কোনো নেতাও বলছেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক।’

বিবৃতিতে দাবি করা হয়, ‌‌‘গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের ভাড়া বাড়তে শুরু করেছে। বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়ছে।’

ডা. শফিক অভিযোগ করেন, ‘দেশের জনগণের উন্নতি ও কল্যাণের কথা সরকার মোটেও চিন্তা করে না। সরকার লুটপাট, দখলদারি, দুঃশাসন ও ভোগবিলাসে ব্যস্ত।’

এসময় অবিলম্বে গ্যাস-বিদ্যুতের অতিরিক্ত মূল্য প্রত্যাহার করে ন্যায্যমূল্য নির্ধারণের জন্য সরকারকে আহ্বান জানান তিনি।

এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।