শ্রীলঙ্কায় হামলা মারাত্মক হুমকি : জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২১ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় হামলা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাক এস আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলায় কমপক্ষে দুই শতাধিক লোক নিহত ও পাঁচ শতাধিক লোক আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ। বোমা হামলার এ ঘটনা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। তিনি আশা প্রকাশ করেন শ্রীলঙ্কা সরকার এ ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।

সেই সঙ্গে বোমা হামলায় যারা নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জামায়াতের আমির।

কেএইচ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।