প্যারোল প্রত্যাখ্যান করেছে বিএনপি : আলাল
সরকারের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘অসুস্থ বেগম জিয়ার প্যারোল এবং ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে কলাকৌশল করে কোনো লাভ হবে না। জনগণ এবং বিএনপি এগুলো প্রত্যাখ্যান করেছে।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার (২১ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ মানববন্ধনের আয়োজন করে হাবিবুন-নবী খান সোহেল মুক্তি পরিষদ।
আলাল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপ্রমাণিত মামলায় কারাদণ্ড দেয়া হয়েছে। সুতরাং এ রাজনৈতিক লড়াইয়ে শুধু যোদ্ধাদের থাকলেই হবে না। যোদ্ধাদের পেছনে ডাক্তারদের থাকতে হবে; আহতদের সুস্থ করতে নার্সদের থাকতে হবে।’
যুবদলের সাবেক এ সভাপতি বলেন, ‘আজকে আমাদের একমাত্র মুক্তির দিশারী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার মুক্তি হলে গণতন্ত্র মুক্তি পাবে। তার মুক্তি হলে প্রশাসন একই সঙ্গে জনগণের কাছে ফিরে আসবে। এ লড়াইয়ে আমাদের জিততে হবে- এটাই আমাদের প্রতিজ্ঞা।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি মানে আমরা মনে করি গণতন্ত্রের মূল্যবোদকে সামনে নিয়ে আশা।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দীর মুক্তি হচ্ছে আপনাদের আগামী দিনের অভিযাত্রা এবং মূল লক্ষ্য।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজামান বাচ্চু, কৃষক দলের আহ্বয়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।
কেএইচ/এনডিএস/এমএস